অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুসহ ৭ মাহিন্দ্র গাড়ী আটক

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুরের মেলান্দহে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে অবৈধভাবে বালু কেটে নিয়ে যাওয়ার সময় ৭ মাহিন্দ্র গাড়ি আটক করে থানায় দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে বালু কেটে নিয়ে যাচ্ছিল একটি প্রভাবশালী বালু খেকো মহল, তবে উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরাই ঘটনাস্থলে গিয়ে গাড়ি আটক করে। 

রবিবার (১৭ নভেম্বর) সকাল ৮টা দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের খানপাড়া প্রতাপঝগড়ী এলাকায় গাড়ি আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭ মাহিন্দ্র গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসে।

মেলান্দহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মাশরাফি ও ফাহিম হাসান লাদেন বলেন,'দীর্ঘদিন ধরেই ভোর সকাল থেকে প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু কেটে নিয়ে যাচ্ছিল একটি মহল। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জানালেও তারা ব্যবস্থা নিতে পারেনি। গতরাতে পরামর্শ করে আমরা শিক্ষার্থীরা সকাল ৮টা দিকে ঘটনাস্থলে যেয়ে ৭টি গাড়ি জব্দ করে এসিল্যান্ডকে জানাই। এসময় গাড়ির সঙ্গে থাকা লোকজন আমাদের হুমকি দিয়ে পালিয়ে যায়। 

শিক্ষার্থীরা আরও বলেন, কোনো নেতা বা কারো সুপারিশে যাতে গাড়ীগুলোকে না ছাড়া হয়। এবার দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে অবৈধভাবে কেউ আর বালু তোলার সাহস না পায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনীম জাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। বালুসহ ৭টি গাড়ি জব্দ করে মেলান্দহ থানায় রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আলমগীর বলেন, ৭টি গাড়ী জব্দ করে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)