নান্দিনা বাজারে প্রধান সড়ক দখল করে দাঁড়িয়ে আছে বেটারি চালিত অটোরিকশা
ছাইদুর রহমান \
জামালপুর সদরের ঐতিহ্যবাহী প্রাচীন নান্দিনা বাজারের পুরোটাই দখল করে নিয়ে বেটারি চালিত অটো। প্রধান সড়ক ছাড়াও অলিগলি রাস্তা এখন অটো স্ট্যান্ডে পরিণত হয়েছে। শুধু তাই নয় অটো মেরামত গ্যারেজও দখল করে নিয়েছে রাস্তার ফুটপাত। এতে পথচারিদের নির্বিঘ্নে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। জনমনে বাড়ছে ক্ষোভ। পাশাপাশি বাড়ছে দীর্ঘ যানজট ও সড়ক দুর্ঘটনা।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নান্দিনা পশ্চিম বাজার ফেরিঘাট মোড় থেকে শুরু করে সোনালী ব্যাংক এলাকা, মাছ বাজার, চাউল হাটা, মধ্যবাজার জনতার মোড় এলাকায় বেটারি চালিত অটো রিকশার দাপট সবচেয়ে বেশি। যাত্রী উঠা নামার জন্য এসব স্থানগুলোতে অটোরিকশা দাঁড়িয়ে থাকে দীর্ঘসময়। রাস্তার উপর বেআইনী স্ট্যান্ড গড়ে উঠায় স্থানীয় ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছেন। ব্যবসায়ীরা জানান দোকানের সামনে অটো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় তাদের দোকানে বেচাকেনা কমে গেছে। এলোপাথাড়ীভাবে রাখা অটো ক্রস করে ক্রেতারা দোকানে আসা-যাওয়া করতে চায় না। প্রধান সড়কপথটির অর্ধেক বর্তমানে অটোর দখলে। অটোর কারণে বাস, ট্রাক, কার্গোসহ বড় বড় যানবাহন নান্দিনা বাজার অতিক্রম করার সময় দীর্ঘ যানজট লেগে যায়। ছোটখাট দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। পথচারিদের সাথে অটো চালকদের বাকবিতন্ডা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। ব্যবসায়ীদের দাবি মূল বাজার থেকে অটো রিকশার অবৈধ স্ট্যান্ড সরিয়ে অন্যত্র নেয়া হোক। তারা আরো জানিয়েছেন জনতার মোড় থেকে অটো স্ট্যান্ড সরিয়ে পূর্ববাজার খেলার মাঠের দিকে নেয়া হোক। পশ্চিম বাজারের অটো স্ট্যান্ড বাদেচাঁন্দি মোড় এলাকায় স্থানাস্তর করা হলে বাজারে যানজট কমার পাশাপাশি জনভোগান্তিও কমে আসবে। প্রসঙ্গক্রমে কথা হয় জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলালের সাথে। তিনি জানান, নান্দিনা বাজারের ভিতর অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যানজট ও দুর্ঘটনাও বাড়ছে। রাস্তায় বাস, ট্রাকসহ বড় বড় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বাজারের ভিতর থেকে অটো অন্যত্র সরিয়ে নেয়া যায় কিনা সেটা ভাবতে হবে। নান্দিনা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লুইছ জানান, বাজারের মুল অংশ থেকে অটো রিকশা অন্যত্র সরিয়ে নেয়া খুব জরুরি।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন