নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা বিএনপির দেওয়া শোকজ নোটিশের জবাব দিয়েছেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
শনিবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম কারীর নিকট শোকজ নোটিশের জবাব সংবলিত একটি পত্র প্রদান করেন।
শোকজ নোটিশের জবাব সংবলিত পত্রটি গ্রহণ করে উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগরের নিকট পৌঁছে দিবেন বলে জানান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম কারী।
এর আগে উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অভিযোগ এনে ১৪ নভেম্বর সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তীর তিন কার্যদিবসের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়।
নোটিশের জবাব দিয়ে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, সারাজীবন শহীদ জিয়ার আদর্শ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুসরণ করে দলের জন্য কাজ করে গেছি। সেই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ উপজেলার জনপ্রিয় নেতা এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। আশা করি উপজেলা বিএনপি আমার প্রতি সুবিচার করবেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন