বিএনপির নাম করে অন্যায় করলে সে যদি আমার ভাইও হয় ছাড় দেওয়ার সুযোগ নেই - ফরিদুল কবীর তালুকদার শামীম

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বিএনপির নাম করে চাঁদাবাজি করলে, জমি দখল করলে, নির্যাতন করলে ৫ আগস্টের মতোই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন। আমরা অন্যায়কে প্রশ্রয় দেবো না, ন্যায় প্রতিষ্ঠা করতে যা যা দরকার, সবই করবো না। আমরা কাউকে কোনোদিন অপরাধ করতে পাঠাই না, যদি কেউ দলের নামে বিভ্রান্ত করে, তাহলে আইনের আশ্রয় নেবেন। সন্ত্রাস, চাঁদাবাজ, নেশাখোর, দুর্নীতিবাজ, মাদকব্যবসায়ীদের রুখে দেবেন। বিএনপির নাম করে এসব কাজ করলে সে যদি আমার ভাইও হয়, ছাড় দেওয়ার সুযোগ নেই।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

ফরিদুল কবীর তালুকদার শামীম আরও বলেন, আমরা নির্যাতন, হত্যা, দুর্নীতিতে বিশ্বাস করি না। আমরা লুটপাট করি না, লুটপাটের রাজনীতি করলে ঢাকা শহরে বাড়ি-গাড়ি থাকতো। আপনাদের সামনে চ্যালেঞ্জ দিলাম, যদি ঢাকা শহরে আমার একশতাংশ জমি খুঁজে পান, তাহলে আগামীদিনে আপনাদের সামনে এসে দাঁড়াবো না।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কারের নামে কালক্ষেপণের সুযোগ নাই। এ দেশের জনগণ খুব দ্রুত ভোটাধিকার ফিরে পেতে চায়, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেখতে চায়। যারা গণঅভ্যুত্থানের আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মামুন অর রশিদ এতে সভাপতিত্ব করেন। জনসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আজিম উদ্দিন আহম্মদ।

বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।

সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

আমাদের ওয়েবসাইট কুকি ব্যবহার করে থাকে। Check Now
Ok, Go it!