সরিষাবাড়ীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আওনা ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আওনা ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৫ নভেম্বর) বিকেলে আওনা ইউনিয়নের পুরাতন জগন্নাথগঞ্জ ঘাটে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।

ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান মেম্বারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আজিম উদ্দিন আহম্মদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সদস্য গোলাম রব্বানী লেকু, উপজেলা বিএনপির সদস্য প্রভাষক খায়রুল আলম শ্যামল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ডিলার, বিশিষ্ট চিকিৎসক হাসানুজ্জামান শিবলু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, বর্তমান সদস্য সচিব মাসুদ রানা চপল প্রমুখ।

সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ শিমুল।

দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এ জনসভায় মানুষের ঢল নামে। পরে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)