নিজস্ব প্রতিবেদক \
জামালপুর সদর উপজেলার শিক্ষা প্রসিদ্ধখ্যাত শাহীন স্কুল এন্ড কলেজ নান্দিনা শাখার ২য় সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় নান্দিনা নেকজাহান স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নান্দিনা শাখার অধ্যক্ষ নাজমুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও শাহীন স্কুল এন্ড কলেজ জামালপুর শাখার নির্বাহী পরিচালক আ: গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহীন শিক্ষা পরিবার টাঙ্গাইলের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন আসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম। দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত হয়ে নৃত্য, নাচ, গান,আবৃত্তিসহ বিভিন্ন কসরতে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে উৎফুল্ল প্রতিযোগিরা বাড়ি ফেরেন। অনুষ্ঠানে দাওয়াতি অভিভাবক ছাড়াও এলাকার সূধীবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে সমাপ্তি পর্বে অনুষ্ঠিত র্যালী, র্যাফেল ড্র চমক সৃষ্টি করে। শেষ বেলায় আমন্ত্রিত অতিথি-শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষুধার্ত এ খেলার উত্তেজনায় মেতে উঠে সবাইকে সতেজ করে তুলে। অত্যন্ত জনবহুল ভাবে গৃহীত কর্মসূচী সফল হওয়ায় অত্র শাখার অধ্যক্ষ নাজমুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন