মন্তব্য কলাম : জামালপুরের বাজারগুলোতে অস্থিরতা নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা জরুরি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

\ মোঃ রাশেদুর রহমান রাসেল \

সরকারীভাবে হাটবাজারে তদারকি না থাকায় জামালপুর শহরের হাটবাজারগুলোতে লাগামহীনভাবে বাড়ছে দ্রব্যমূল্য বিশেষ করে কাঁচাতরিতরকারির দাম বৃদ্ধি পাচ্ছে। অথচ সবজি উৎপাদনের জন্য জামালপুর-শেরপুরের অবস্থান সারাদেশে উল্লেখযোগ্য পর্যায়ে  থাকলেও জামালপুর শহরের হাট-বাজারগুলোতে মাত্র ৭দিনের ব্যবধানে প্রায় সবধরনের সবজিগুলোতে কেজি প্রতি ২০ টাকা থেকে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জামালপুরের হাটবাজারে পটল, করলা ও বেগুনসহ অন্যান্য সবজির দামে আগুন যেন ক্রেতাদের হতবাক করে তুলেছে। এছাড়া সবজি, ভোজ্যতেল, ডাল, মাছ, মাংসসহ নিত্যপন্যের দামের উর্দ্ধগতিতে পন্য কিনতে গরীব ও মধ্যবিত্ত ক্রেতাদের নাভিশ্বাস অবস্থার সৃষ্টি হয়েছে। সবার একই কথা প্রতিদিনই হুহু করে বৃদ্ধি পাচ্ছে সবজিসহ নিত্য জিনিসপত্রের দাম। জনমনে প্রশ্ন ওঠেছে কিকরে হাটবাজারে গত এক সপ্তাহের ব্যবধানে হুহু করে বাড়লো সবজিসহ জিনিসপত্রের দাম। সবার অভিযোগ সরকারীভাবে তদারকি না থাকায় পাইকার ও খুচরা বিক্রেতারা ইচ্ছামত দাম বাড়িয়ে বিক্রি করছে। বেশি দামের কারণে ক্রেতারা এখন আর কেজিতে দাম করেন না। তারা পোয়া হিসাবে জিনিসপত্রের দাম করছেন। তাদের দাবী স্থানীয় পর্যায়ের সক্রিয় সিন্ডিকেট এর পিছনে দায়ী। দায়ী অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে জামালপুরের হাটবাজারগুলোতে অভিযান পরিচালনা করা প্রয়োজন। আমরা আশা করবো জনদূর্ভোগ লাঘবে প্রশাসন বিষয়টির দিকে অনতিবিলম্বে নজর দিবে।

লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

আমাদের ওয়েবসাইট কুকি ব্যবহার করে থাকে। Check Now
Ok, Go it!