মেলান্দহে বিচারকার্য নিস্পত্তি না হওয়া পর্যন্ত জমি বিক্রি না করতে আদালতের নিষেধাজ্ঞার আরও একটি মামলা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক \

মেলান্দহে জমি রেজিস্ট্রি না করতে নিষেধাজ্ঞা জারী করেছেন জজ আদালত। মামলার বাদী মেলান্দহের রেখিরপাড়া বিবাদীর ভাগ্নে জিয়াউর রাফি  বাদী হয়ে উপজেলার রেখিরপাড়া গ্রামের মৃত বছির উদ্দিন আহাম্মদের পুত্র মোঃ নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ওরফে নঈম জাহাঙ্গীরকে বিবাদী করে মামলা (নং-২৬৬/২০২৪) দায়ের করলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমি রেজিস্ট্রি না করার জন্য মেলান্দহ সাব রেজিস্ট্রারকে নিষেধ করেছেন। মামলা সূত্রে জানা গেছে, জামালপুর উপজেলা মেলান্দহ মৌজা রেখির পাড়া মধ্য বিআরএস খ নং-২৩২, জমা খারিজ খতিয়ান নং -৫৯৭, বিআরএস দাগ নং- ৫৬২, এতে মোট জমি ৫৪ শতাংশের কাতে ১৮ শতাংশ ভূমির মালিক ও দখলকার ছিলেন বিবাদী পক্ষের পূর্ববর্তী বছির উদ্দিন আহাম্মদ। বিআরএস জরিপ চলাকালে ওই ভূমি বিবাদীর পূর্ববর্তীর নামে রেকর্ড হয়ে চুড়ান্ত প্রকাশ পায়। পরবর্তীতে নালিশী ভূমিসহ অপরাপর ভূমি ২৮/১১/১৯৯০ ইং তারিখে ৮০৭৪ নং হেবাবিল এওয়াজ দলিল মূলে বিবাদী ও তার অপরাপর ভাইদেরকে বিআরএস মালিক বছির উদ্দিন আহাম্মদ রেজিস্টিকৃত হেবাবিল এওয়াজ দলিল মূলে হস্তান্তর করেন। নালিশী দাগে ১নং বিবাদী ১৮ শতাংশ ভূমি ঘরোয়া বন্টন মূলে প্রাপ্ত হয়ে ভোগদখল করে। এ অবস্থায় ১নং বিবাদীর সাথে বাদী পক্ষের মামা ভাগিনা যথেষ্ট সম্পর্ক ভাল থাকায় এবং টাকা পয়সা চেক লেনদেন হওয়ায় এবং একে অপরের যাতায়াতের মাধ্যমে মামা ভাগিনার  সম্পর্ক আরও গভীর হয়। এ অবস্থায় ১নং বিবাদী তার স্বত্ব দখলীয় ন্হি তফসিল বনিত নালিশী ভূমি বিক্রয় করার প্রস্তাব করলে বাদী ও ভূমি খরিদ করতে ইচ্ছুক হওয়ায় ২৬/১১/২০২২ তারিখে ১নং বিবাদী বাদীর বসত বাড়িতে এসে কতিপয় স্বাক্ষীগনের মোকাবেলায় ভূমির সর্বোচ্চ বাজার মূল্য স্থির ক্রমে ৯ লাখ ৭৫ হাজার  টাকা গ্রহণ করেন এবং ভূমির দখলাদি  বাদী ভাগিনা বরাবর প্রদান করেন। কিন্তু ১নং বিবাদীর নামে জমা খারিজ না থাকায় নালিশী ভূমি বাদী বরাবর সাব কওলা দলিল করে দেয়া সম্ভব হয়নি। এদিকে ১নং বিবাদী অনলাইনে জমা খারিজ করার পর জমি রেজিস্ট্রি করে দেয়ায় ১নং বিবাদী গত ২৮/০৮/২০২৪ ইং তারিখে অনলাইনে জমা খারিজ করে নিয়েছে। এরপর জমি রেজিস্ট্রি করে দিতে বললে ১নং বিবাদী দেই দিচ্ছি বলে টালবাহানা করে সময় অতিবাহিত করে আসছেন। এদিকে চতুর বাদী নঈম জাহাঙ্গীর নালিশী ভূমি অন্যত বিক্রয় করার পায়তারা করার চেষ্টা করলে ভাগিনা জিয়াউর রাফি বিপাকে পড়ে যায়। কোন উপায় না দেখে সে আদালতে মামলা দায়ের করেন। এদিকে বিবাদী নঈম জাহাঙ্গীর ওই ভূমি থেকে উচ্ছেদ করতে গত ৩০/০৯/২৪ ইং সোমবার দুপুর ১২ টায় সময় নালিশী ভূমিতে বাদীপক্ষের রোপনকৃত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষাদি কাটিয়া বাদীপক্ষকে জোরমূলে উচ্ছেদ করার চেষ্টায় ব্যথ হইয়া চলিয়া যায়। এ অবস্থায়  ভাগিনা জিয়াউর রাফি বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন। জমিটি যেন অন্য কোথায় বিক্রয় বা হস্তান্তর না করতে পারে সে জন্য আদালত অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারী করেছেন। একই সাথে জমি কোন অবস্থাতেই যাতে বিক্রয় করতে না পারে এ বিষয়ে মেলান্দহ সাব রেজিস্ট্রার ও দলিল লেখক সমিতিকে  অবহিত করেছেন আদালত। উল্লেখ্য যে, উক্ত জমি আরও ৪/৫ জনের কাছে বিক্রির কথা বলে টাকা নিয়েছ। তারাও আদালতে মামলা দায়ের করেছেন। উক্ত জমি বিক্রি না করতে আদালতে মামলা দায়ের নং (২১৩/২৪ ও ২৪১/২৪). আবারও নতুন করে গোপনে অন্যত্র বিক্রি করে রেজিস্ট্রি করে দেয়ার পায়তারা করছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

আমাদের ওয়েবসাইট কুকি ব্যবহার করে থাকে। Check Now
Ok, Go it!