মোঃ রাশেদুর রহমান রাসেল |
জামালপুর শহরের যানজট নিরসনে লাইসেন্সবিহীন অটোবাইক নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা কোনভাবেই পাশ কাটিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। কেননা ছোট্ট এই শহরের রাস্তার তুলনায় অটোবাইক ও অটোরিকশার সংখ্যাই যেন বেশি মনে হয়। অথচ খোঁজ নিয়ে দেখা গেছে, আমাদের পার্শ্ববর্তী জেলা শেরপুর, জামালপুরের অন্যান্য উপজেলা যেমন- মেলান্দহ, সরিষাবাড়ি, ইসলামপুর, দেওয়ানগঞ্জ মাদারগঞ্জ ও বকশিগঞ্জ থেকেও বিপুল সংখ্যক অটোরিকশা ও অটোবাইক প্রতিনিয়ত এসে ঢুকে জামালপুর শহরে মাত্রাতিরিক্ত যানজট সৃষ্টি করছে। তাদের একদিকে যেমন কোন লাইসেন্স নেই, তেমনি তাদের কারণে জামালপুর পৌর এলাকার লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা ও অটোবাইকের চালকরা যাত্রীর অভাবে মানবেতর জীবন যাপন করছে। আর এদের কারণে জামালপুর শহরের যানজট কোনভাবেই কমছে না। তাই আমরা আশা করবো অনতিবিলম্বে এ বিষয়ে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জামালপুরকে যানজটমুক্ত করতে এগিয়ে আসবেন। আমরা এ আশায় অপেক্ষারত আছি।
লেখক: সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন