শেরপুর প্রতিনিধি:
আপনার চোখকে ভালবাসুন শিশুদের চোখের যত্ন নিন" প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে ভিশন সেন্টার শেরপুর'র আয়োজনে মাধবপুর ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ডায়াবেটিস হাসপাতালে সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়েবিটিকস হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া।
তিনি বলেন, চোখের যত্ন নিতে হবে। একটা সময়ে চোখে সমস্যা দেখা দিতে পারে। তোমরা চশমা নিয়মিত পড়বে, চোখে এডজাস্ট করে পড়বে। একটা সময় চশমা নাও পড়তে হতে পারে। চোখের দৃষ্টি আগের মতো স্বাভাবিক হয়ে যেতে পারে। দৃষ্টি যদি সুস্থ থাকে একটা মানুষ সুস্থ থাকে, শরীরে সকল অঙ্গের মধ্যে চোখ গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই নিয়মিত চোখের যত্ন নিতে হবে।
এসময় অন্যান্য মধ্যে শেরপুর ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক এড. ইমাম হোসেন ঠান্ডু, ভিশন সেন্টার শেরপুর'র মেডিকেল অফিসার ডা: খন্দকার ইফফাত আরা প্রিয়া, ভিশন সেন্টার শেরপুর'র ইনচার্জ মনিরুজ্জামান মানিক, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু, রক্তসৈনিক শেরপুর'র সভাপতি সাংবাদিক মেহেদী হাসান শামীম সহ বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে এদিন বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রী চশমা বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন