মাদারগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের মাদারগঞ্জ পূজা মণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। এসময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা যুবদলের যুুুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু।
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে উপজেলার ২৮ টি মণ্ডপে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের এ উৎসব আনন্দমুখর করে তুলতে নানা আয়োজন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এদিকে দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রতিটি মণ্ডপে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাঁচ শতাধিক বিএনপির নেতা-কর্মী দায়িত্ব পালন করছে। পূজামন্ডপ পরিদর্শনকালে এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি, আপনাদের এই আনন্দ-উৎসব সুন্দর ভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি ও থাকব। ৫ দিন ব্যাপি দুর্গা উৎসব আমাদের নেতারা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবে। যাতে আপনাদের দুর্গা উৎসব কোনো সমস্যা না হয়। তিনি আরও বলেন, ২৮ টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মী। পূজা মণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পৌর বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন