মন্তব্য কলাম : যাত্রী নিরাপত্তার স্বার্থে জামালপুর স্টেশনের ফুটওভারব্রীজকে আলোকিত করুন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

\ মোঃ রাশেদুর রহমান রাসেল \

রেলযাত্রীদের নিরাপত্তার স্বার্থে জামালপুর রেলওয়ে স্টেশনের ফুটওভারব্রীজকে আলোকিত করার কোন বিকল্প নেই। কেননা, জামালপুর রেলওয়ে স্টেশনের যাত্রীসাধারণের চলাচলের জন্য একটা ফুট ওভার ব্রীজ নির্মাণ করা হয়েছে। যেখান দিয়ে দিনে রাতে অসংখ্য যাত্রী ও সাধারণ মানুষ পারাপার হয়ে থাকেন। কিছুদিন আগে ফুট ওভারব্রীজের মাঝে কয়েকটা লাইট লাগানো হয়। যে কারণে রাত্রিবেলায় যাত্রীসাধারণ খুব সহজে ও নির্বিঘ্নে ফুটওভারব্রীজ দিয়ে যাতায়াত করতে পারতেন।কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে সেখানে আর রাতের বেলায় বাতি জ্বলেনা। এ সুযোগে সন্ধ্যা হবার সাথে সাথে বেশ কিছু হিজড়া/তৃতীয় লিঙ্গের মানুষ সেখানে আড্ডা দেয় এবং বিভিন্ন কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রকাশ করে। রাত্রীবেলার যাত্রীদের জন্য যেটা আতঙ্ক ও বিরক্তির বিষয়। আর রাতের বেলায় সেখানে লাইটগুলো জ্বললে তেমন কোন সমস্যা হয়না। বিশেষ করে মহিলা মানুষ পারাপারের ক্ষেত্রে। এ ব্যপারে ভুক্তভোগী এক পাঠক ব্যক্তিগতভাবে কয়েকদিন সহকারী স্টেশন মাষ্টারের নিকট বিষয়টি জানালেও তারা এ বিষয়ে কোন গুরুত্ব না দিয়ে বিভিন্ন জায়গায় যেতে বলে।

তিনি হতাশ হয়ে অবশেষে বিষয়টি সম্পাদকের নজরে আনেন। আমরাও একই দাবী জানাই। দ্ব্যর্থহীনকন্ঠে বলতে চাই

যাত্রী নিরাপত্তার স্বার্থে জামালপুর স্টেশনের ফুটওভারব্রীজকে আলোকিত করুন। আমরা এই প্রত্যাশায় রইলাম।

লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)