অন্তবর্তীকালীন সরকারকে নির্বাচন করার জন্য জনগন ক্ষমতায় বসায়নি......জামালপুরে ভিপি নূর

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক  ।।

গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু’র ভিপি নূরুল হক নূর বলেন, এই অন্তবর্তীকালীন সরকার কে নির্বাচন করার জন্য জনগন ক্ষমতায় বসায় নাই। রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য, একটা নাগরিক কল্যানকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগন গণঅভ্যুর্থান ঘটিয়ে দলমত নির্বিশেষে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। কাজেই আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন।

বুধবার জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে জামালপুর জেলা স্কুল মাঠে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে মতের ভিন্নতা আছে, মতের পার্থক্য আছে। তবে বাংলাদেশের পক্ষে আমরা সবাই আপোষহীন। কাজেই বিএনপি, জামাতসহ সকল বিরোধীদল সবাইকে বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সবাই একত্রিত থাকুন, সবাই রাজপথে নামুন। 

তিনি বলেন,  গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য গণহত্যা যারাই চালিয়েছো প্রশাসনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ প্রশাসনসহ সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের জনসমর্থনের ভিত্তি হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত ও গনঅধিকার পরিষদ। কাজেই আপনারা এই রাজনৈতিক দলগুলোর মতামত এবং পরামর্শের আলোকে যদি রাষ্ট্র পরিচালনা করেন তবে জনগন আপনাদের সাথে থাকবে। 

গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ২০১৮ সালের কোঠা সংস্কার আন্দোলনের আহবায়ক হাসান আল-মামুন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

আমাদের ওয়েবসাইট কুকি ব্যবহার করে থাকে। Check Now
Ok, Go it!