দেওয়ানগঞ্জে আন্ত:জেলা গরু চোর চক্রের সদস্য গ্রেপ্তার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


দেওয়ানগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের দেওয়ানগঞ্জে মোঃ রাশেদুল ওরফে আসাদুল (৩২) নামে গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।  গ্রেফতারকৃত রাসেদুলের বাড়ি দেওয়ানগঞ্জ পৌর এলাকার  চর ভবসুর পশ্চিমপাড়ায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সে আন্ত:জেলা গরু চোর চক্রের অন্যতম সদস্য। সে নিজ এলাকায় বসবাস না করে ময়মনসিংহ, শেরপুর ও  জামালপুরের বিভিন্ন থানায় গরু চুরি করে বেড়াত। সে পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, দেওয়ানগঞ্জ মডেল থানায় তার নামে পাঁচটি মামলার ওয়ারেন্ট রয়েছে। গত ১৯ অক্টোবর দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ  আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। 

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি)  নাজমুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান অন্যান্য গরু চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)