বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন নালিতাবাড়ী শাখা কমিটি অনুমোদন ।। সভাপতি রিপন, সম্পাদক আল আমীন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


শেরপুর প্রতিনিধি ।।

বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সংগঠনটির কেন্দ্র থেকে ২০২৪-২৭ এর জন্য ১৭ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে রেজাউল করিম রিপনকে সভাপতি ও আল আমীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এছাড়াও শাহিনুর আলম শাহিন সহ-সভাপতি, আঃ মান্নান যুগ্ম সাধারণ সম্পাদক, আফাজ উদ্দিন সহ-সাধারণ সম্পাদক, আরিফুল আজিম সহ-সাংগঠনিক সম্পাদক, কামরুজ্জামান অর্থ সম্পাদক, মাঈনুল হক রাসেল প্রচার ও প্রকাশনা সম্পাদক, আব্বাস আলী (মনির) দপ্তর সম্পাদক, মিষ্টার রুবেল শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, দুলাল বাদশা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইসমাইল হোসেন ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, রফিকুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আবু হুরায়রা আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক , শাহ জালাল ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক , ও আঃ রাজ্জাককে নির্বাহী সদস্য ঘোষণা করা হয়।

নবগঠিত সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সবার দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, এই কমিটির কার্যক্রম কেন্দ্রীয় কমিটি মনিটরিং করবে। কোন সদস্য সঠিক দায়িত্ব পালন না করলে তিন মাস অন্তর কমিটি সংযোজন-বিয়োজন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)