মাদারগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ২৮ টি প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় ও পৌর এলাকার খরকা বিলে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই পূজা বিসর্জন দেয়া হয়। পাঁচ দিনের এ উৎসব আনন্দমুখর করে তুলতে নানা আয়োজন করেছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা। এদিকে দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রতিটি মণ্ডপে মোতায়েন করা হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাঁচ শতাধিক বিএনপির নেতা-কর্মী দায়িত্ব পালন করে। এই উৎসব হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্য ধর্মের মানুষ বিসর্জন দেখতে আসে হাজারো নারী পুরুষ ও শিশুরা। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, পূজা বিসর্জনের সময় নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছিল। সুন্দর সুষ্ঠু ভাবে শেষ হয়েছে এজন্য যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন