নিজস্ব প্রতিবেদক ।।
মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় জামালপুরের আয়োজনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনসমূহ জামালপুর এর সহায়তায় শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এ সময় সমাজসেবা জামালপুরের উপ-পরিচালক রোকনুল ইসলামের সভাপত্বিতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সমাজসেবা জামালপুরের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক ,সাংবাদিক ফজলে এলাহী মাকাম,মানবাধিকার কর্মী জাহাঙ্গির সেলিম,জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কবি মোঃ রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা প্রবীনদের সম্মান, মর্যাদা ও মানসম্মত চিকিৎসা প্রদান ও নিরাপত্তার পাশাপাশি সমাজের বোঝা মনে না করে তাদেরকে মূল্যবান সম্পদ মনে করে জীবন পরিচালনায় তাদের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন