মাদারগঞ্জে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


মাদারগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে  বিনামূল্যে  বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত। এসময় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম। ২০২৪-২৫ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচির আওতায় রবি, মৌসুমে গম,ভুট্টা, সরিষা, চিনা বাদাম, শীত কালিন পেয়াজ, মুগ,মসুর ও খেসারী ফসলের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।  

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)