মন্তব্য কলাম : জামালপুরে বালুদস্যুদের তান্ডব রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

\ মোঃ রাশেদুর রহমান রাসেল \

বলা বাহুল্য দীর্ঘদিন ধর রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় প্রশাসনের নিষেধ অমান্য করে জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে চলছে বালুদস্যুদের অবাধ তান্ডব। শহরের ছনকান্দা, শরীফপুর থেকে নান্দিনা পর্যন্ত ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চলছে বিক্রির মহোৎসব। এসব এলাকায় প্রকাশ্যে ভেকু ও ড্রেজার মেশিন লাগিয়ে মাটি কাটা এবং বালু উত্তোলনের মহোৎসব চললেও দেখার নেই কেউ। ফলে জামালপুর-শেরপুর ব্রীজ, শহর রক্ষা বাঁধ, জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক, বিস্তীর্ণ এলাকার আবাদী জমি, বসতবাড়ীসহ বিভিন্ন কিছু নদীগর্ভে বিলীন হওয়ার হুমকির মূখে পড়লেও কোন ক্রমেই থামানো যাচ্ছেনা বালুদস্যুদের এই অবৈধ তান্ডবলীলা। বিগত সরকারের সময়ে রাজনৈতিক পরিচয়ে খনিজসম্পদ মন্ত্রণালয়ের বালু মহালের ইজারা হাসিল করে নেয় এক বিশেষ ব্যক্তি। তার নেতৃত্বে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দলীয় প্রভাব বিস্তার করে গড়ে তুলে সিন্ডিকেট। তারপর ব্রহ্মপুত্র নদের তলা থেকে ড্রেজার বসিয়ে আর ভেকু মেশিন দিয়ে অভিনব কায়দায় বাঁধ ঘেঁষে মাটি কেটে বড়বড় গর্ত সৃষ্টি করছে। এছাড়া শ্যালো চাালিত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের পর ট্রাকের পর ট্রাক বোঝাই করে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

তারা এই সময়েও প্রশাসনকে উপেক্ষা করে দিন রাত নদ থেকে মাটি কেটে ও বালু উত্তোলন অব্যাহত রেখেছে। এসব মাটি ও বালু ট্রাক যোগে ইট ভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছে। নদের তলা থেকে গভীর পর্যন্ত মাটি খনন হওয়ায় বর্ষা মৌসুমে বাঁধের পাড় দেবে ও ভেঙ্গে আশেপাশের বসতবাড়ী ও বাঁধসহ এলাকার ফসলি জমি ফাঁটল ধরে হুমকির মুখে পড়েছে। ইতিপূর্বে কয়েকবার ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের সময় কিছু সরঞ্জাম জব্দ করে অগ্নিসংযোগে ধ্বংস করা হলেও ফের যারা বালু উত্তোলন ও মাটি কেটে নিচ্ছেন তাদের বিরুদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা নেয়া জরুরি। এদিকে আরও ভাববার বিষয়, ওই বিশেষ ব্যক্তি ইজারার নিয়ম ভঙ্গ করে নবনির্মিত জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের নিচ দিয়ে সুরঙ্গ সৃষ্টি করে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের পর পাইপ লাগিয়ে রাস্তা পার করে মোটা অংকের চুক্তিতে জলাশয় ও নিচুজমি ভরাটের ইজারা নিয়ে লাখ লাখ টাকা বাণিজ্য করলেও হুমকির মুখে রয়েছি আমরা ও আমাদের পরিবেশ। আমরা চাই অনতিবিলম্বে বিগত সরকারের মদদে রাজনৈতিক বিবেচনায় বালুমহালের ইজারা বাতিল করে ব্রহ্মপুত্র নদের মূল্যবান বালু সংঘবদ্ধ দস্যুদের কবল থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। শুধু তাই নয় এই অবৈধ বাণিজ্যের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। 

লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

আমাদের ওয়েবসাইট কুকি ব্যবহার করে থাকে। Check Now
Ok, Go it!