মন্তব্য কলাম : জামালপুর শহরের মাদকব্যবসায়ীদের ধরতে কঠোর অভিযান পরিচালনা জরুরি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মোঃ রাশেদুর রহমান রাসেল 

অত্যন্ত উদ্বেগ ও পরিতাপের বিষয় মাদকে ভাসছে আমাদের প্রিয় জামালপুর শহর। এখানে ক্রাইম জোন হিসেবে খ্যাত রাণীগঞ্জ পতিতাপল্লীসহ জামালপুর শহরের প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় রয়েছে সক্রিয়  মাদকব্যবসায়ী সিন্ডিকেট। বর্তমান সময়ে এই চক্রের দৌরাত্ম্য দিনের পর দিন মারাত্মক আকার ধারণ করেছে।এদের কারণে জামালপুর শহরের যুবসমাজ উচ্ছন্নে যাচ্ছে। মাদকাসক্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। বিগত সরকারের সময় জেলা আওয়ামী লীগের প্রভাবশালী কতিপয় নেতার প্রত্যক্ষ রাজনৈতিক মদদে চলতো মোটা অংকের এই অনৈতিক বাণিজ্য। সরকার পতনের পর সেই নেতারূপী মাদকের ডিলাররা আত্মগোপনে যাওয়ার পরেও তাদের মাঠ পর্যায়ের পাইকারি ও খুচরা বিক্রেতারা এখনও বহাল তবিয়তেই রয়ে গেছে। বরং এখন আরও পুরোদমে রমরমাভাবে চলছে তাদের মাদক বাণিজ্য। অথচ আক্ষেপের বিষয় জামালপুর শহরের মাদকব্যবসায়ীদের ধরতে কোন প্রকার অভিযান পরিলক্ষিত হচ্ছে না। এদের ভয়াল আগ্রাসন থেকে জামালপুরের যুবসমাজকে বাঁচাতে কঠোর অভিযান পরিচালনা জরুরি। আমরা প্রত্যাশা করি অনতিবিলম্বে প্রশাসন এ বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করবে।

লেখকঃ সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)