জামালপুরের বকশিগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুরের বকশিগঞ্জে নাশকতা মামলার জাহিদুল ইসলাম মঞ্জু নামে এক যুবলীগ নেতাকে ২৩ অক্টোবর বুধবার দিবাগত রাতে বকশিগঞ্জ পৌরশহর থেকে গ্রেপ্তার করেছে  থানা পুলিশ।

গ্রেফতারকৃত মঞ্জু মেরুরচর ইউনিয়নের  নতুন টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে।

জাহিদুল ইসলাম মঞ্জু বকশিগঞ্জের মেরুরচর ইউনিয়ন পরিষদের বর্তমানে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে সার চুরি মামলা, মাদক ও নারী কেলেঙ্কারী সহ একাধিক  অভিযোগ  রয়েছে। 

জানা যায়, বকশিগঞ্জে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার ওরফে বাবুল তালুকদারসহ ১৩৯ জনের বিরুদ্ধে গত ২ অক্টোবর বুধবার বিস্ফোরক দ্রব্য আইনে একটি নাশকতার মামলা দায়ের হয়। উপজেলার মাদারেরচর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বিএনপি নেতা আনিছুজ্জামান মামলার বাদী হন। ওই মামলার এজাহারে নামীয় ছিলেন জাহিদুল ইসলাম মঞ্জু । বুধবার  দিবাগত রাতে তাকে আটকের পর ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জাহিদুল ইসলাম মঞ্জু বকশিগঞ্জ পৌর যুবলীগের সক্রিয় প্রভাবশালী সদস্য। সে গ্রামাঞ্চলে গ্রাম্য বিচারের নামেও বহু মানুষকে হয়রানি করেছে বলেও বিস্তর অভিযোগ রয়েছে। 

বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মঞ্জু মেম্বার কে ২৪ অক্টোবর বৃহস্পতিবার  সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)