মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি আশরাফুর রহমান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


মাদারগঞ্জ  প্রতিনিধি ।।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মোঃ আশরাফুর রহমান। রবিবার সকালে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে শ্রী শ্রী লক্ষী নারায়ণ ঠাকুর বাড়ি মন্দিরসহ বেশকয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মাসুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মুর্শিদা আক্তার, সহকারী পুলিশ সুপার সোহরাব হোসেন, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম,  মডেল থানার  তদন্ত কর্মকর্তা  ফিরোজ উদ্দিন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর নূরুল আমিনসহ মন্দির কমিটির সভাপতি, সাধাণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ  ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত  ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)