\ মোঃ রাশেদুর রহমান রাসেল \ |
অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, জামালপুর শহরের অন্যতম প্রবেশপথ এই মোড়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এসব দূর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়লেও টনক নড়ছে না কারও। অথচ অনেক আগেই এখানে স্পীড ব্রেকার নির্মাণ করা উচিৎ ছিল। তাহলে হয়তো দীর্ঘ হতো না লাশের সারি। পঙ্গুত্ব বরণ করতে হতো না আর কাউকে। অথচ তা করা হয়নি। তাছাড়া সড়ক প্রশস্ত করা হলেও পথচারী পারাপারের জন্য অজ্ঞাতকারণে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি এখনও। এখনও অধিগ্রহণকৃত জমিতে অবৈধ দখলদারিত্ব নজরে আসছে। তাছাড়া রাস্তার জমিতে বিদ্যুতের খুটি এখনও বহালেই রয়েছে। নেই কোন ট্রাফিক। নেই বেপরোয়া গতির গাড়িকে আইনের আওতায় আনার কোন পদক্ষেপ। হয়তোবা কর্তাব্যক্তিরা এসব দেখেও না দেখার ভান করেই কাটিয়ে দিবেন তাদের মূল্যবান কর্মজীবন। বিনিময়ে বেঘোরে প্রাণ যাবে আমাদের, সড়ক দুর্ঘটনার বলি হয়ে পঙ্গুত্বের শিকার হবো আমরা। তাই আর কোন কালক্ষেপণ নয়, বরং জরুরি ভিত্তিতে শহরের টিউবওয়েলপাড় মোড়ে স্পিড ব্রেকার নির্মাণ করুন। এটাই সময়ের দাবী। জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমরা এসব বরদাশত করবো না।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন