ইসলামপুরে পিক-আপ গাড়ি চাপায় অটোরিকশা চালক গুরুতর আহত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ইসলামপুর প্রতিনিধি ।।

জামালপুরের ইসলামপুরে পিক-আপ গাড়ি চাপায় এক অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১১টায় শহরের পুরাতন মার্কাস মসজিদ রোডে খান ট্রেডার্স এর সামনে।

স্হানীয়রা জানান, শুক্রবার সাড়ে ১১টার দিকে মার্কাস মসজিদ-হাসপাতাল রোডে একটি মালবাহী  পিক-আপ গাড়ি (ঢাকা মেট্রো-ন-১২-৪৪০৫) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দিলে অটো দুমড়েমুচড়ে গিয়ে চালক খোরশেদ আলম(৪৫) গুরুতর আহত হয়। পরে

স্হানীয়রা আহত খোরশেদ কে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহত অটোরিকশা চালকের বাড়ী ইসলামপুর পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে।

ঘটনার পরই পিক-আপ চালক ঘটনাস্হল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ পিক-আপ গাড়ি ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ জানান, ঘটনাস্থল থেকে পিক-আপ ও অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। রোগী সুস্থ্যতা বিবেচনায় তদন্ত সাপেক্ষে পিক-আপ মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)