নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর থানা পুলিশ স্কার্ফ এগ্রো প্রাইভেট লিমিটেডের মালিক একেএম শফিকুল ইসলাম জুলহাসকে তার বজ্রাপুর অফিস থেকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। তিনি পদ্মা ব্যাংকের বকশীগঞ্জ শাখা থেকে ২০ কোটি টাকা ঋণ গ্রহণ করেন এবং ঋণ খেলাপির দায়ে তাকে পুলিশ গ্রেফতার করে। আজ ২৭ অক্টোবর রোববার ব্যাংকের বিশেষ বাহিনী ও বকশীগঞ্জ শাখার সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে। ২০২৩ সালের ৮ অক্টোবর জামালপুরের যুগ্ম দায়রা জজ ও অর্থ ঋণ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এক বছরেরও বেশি সময় ধরে গ্রেফতার এড়িয়ে চলছিল একে এম শফিকুল ইসলাম জুলহাস। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী খ্যাত মরহুম একেএম জহুরুল ইসলাম মনছুরের ভাই। বর্তমানে পদ্মা ব্যাংক পিএলসির কাছে তার পাওনা তেইশ কোটি তেত্রিশ লাখ টাকা।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন