সরিষাবাড়ীতে ছাত্রদলের কর্মী সমাবেশ আমরা যেন কারও বিরক্তির কারণ না হই - ফরিদুল কবির তালুকদার শামীম

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, 'আপনারা বিগত ১৬ বছর ধরে অনেক কষ্ট করেছেন, নির্যাতিত হয়েছেন, ধৈর্যও ধরেছেন। ধৈর্যের ফল সুমিষ্ট হয়। বাংলাদেশের ইতিহাসের এটাই প্রথম প্রধানমন্ত্রীসহ একযোগে সকল এমপি-মন্ত্রী পালিয়ে গেছে। কিন্তু এখন যেন আমরা ধৈর্যহারা না হই, কারও বিরক্তির কারণ হই। তাহলে জনগণ মুখ ফিরিয়ে নেবে। আর এটা ফেরানো কঠিন হবে। আমাদের কর্মের ওপরই নির্ভর করবে জনগণ কাকে নির্বাচিত হবে।' রোববার রাতে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবির তালুকদার শামীম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'আমার নেত্রী পালিয়ে যাননি। ওয়ান-ইলেভেন সরকার বেগম জিয়াকে বারবার বিদেশে যাওয়ার জন্য চাপসৃষ্টি করেছিল, কিন্তু রাজি হননি। তাদের সকল কাজের বৈধতা দেওয়ার শর্তে তাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি দেশের স্বার্থে আপোষ করেননি। অথচ বিগত সময়ের দানব সরকার বেগম জিয়াকে একদিনের জন্যও শান্তিতে থাকতে দেয় নাই। তাকে বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি।' তিনি ছাত্রদলের নেতাকর্মীদের শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হতে এবং গঠণমূলক রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবির হোসেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, ইউনিয়ন বিএনপির সভাপতি আলাল তরফদার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই তালুকদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদশা মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব মাসুদ রানা চপল প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)