শেরপুর প্রতিনিধি ।।
শেরপুরের নালিতাবাড়ীতে ভয়াবহ বন্যায় আক্রান্ত বানভাসিদের মাঝে নগদ টাকা, শুকনো খাবার ও রাান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নে আমলাতলী, মাইঠাল, নিশ্চিন্তপুর, টিলাপাড়া ও কুতুবাকুড়া এলাকায় বন্যায় আক্রান্ত ও পানি বন্দিদের মাঝে নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ,কে,এম মাহবুবুর রহমান রিটনের সহযোগীতায় শেরপুরের জাতীয় রবিন্দ্র সঙ্গিত পরিষদ ও সজবরখিলা ব্যবসায়ীদের উদ্যোগে ২০০ পরিবারে, চিড়া, মুড়ি, মোমবাতি, গ্যাসলাইট, গুড়, স্যালাইন, নাপা ট্যাবলেট, বিশুদ্ধ খাবার পানি, বিস্কুট, রান্না করা প্যাকেট খাবার ও নগদ টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক নন্নী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এ,কে,এম মাহবুবুর রহমান রিটন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি আবু হেলাল, নন্নী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, সজবরখিলা ব্যবসায়ী প্রতিনিধি আরিফুজ্জামান প্রমুখ।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন