নিজস্ব প্রতিবেদক ।।
প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের পর কর্মসংস্থান সৃষ্টির লক্ষে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় কর্মসক্ষম বেকার যুবকদের কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার জামালপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন জামালপুর টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ হারুন আল মামুন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সিডস কর্মসূচির ব্যবস্থাপক সামসুদ্দিন, উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম, হিজড়া প্রকল্পের কর্মকর্তা আরজু আহম্মেদ, টিটিসির প্রশিক্ষক মো. আফজাল খান, মো. রুকুনুজ্জামান প্রমুখ। জানা যায় উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের মোট ২০ জন যুবককে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য নির্বাচিত করে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে জামালপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়। গত বুধবার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ হারুন আল মামুন বলেন উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলো যদি দরিদ্র বেকারদের জন্য এ ধরণের উদ্যোগ গ্রহণ করে তাহলে বেকারত্বরে অভিশাপ থেকে দেশ দ্রুত মুক্তি লাভ করবে।
তিনি বলেন টিটসির সীমাবদ্ধতার কারণে এলাকার চাহিদা অনুযায়ী লোক ভর্তি করা যায় না। তবে পর্যায়ক্রমে শর্তসাপেক্ষে কর্মসক্ষম বেকারদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের আওতায় আনা হয়।
জানা যায় জামালপুর টিটিসিতে বর্তমানে মটর ড্রাইভিং, কম্পিউটার, ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স, হাউজ ওয়ারিং, ভাষা শিক্ষাসহ বিভিন্ন কারগরী প্রশিক্ষণ দেয়া হয়।
হাতে কলমে শিক্ষা দিচ্ছেন প্রশিক্ষক মো. আফজাল খান |
অপরদিকে ২০২৮ সালের শেষ নাগাদ জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচির আওতায় চলতি বছর ৭৫ জন বেকার বেকার যুবক, যুবতীদের কারগরী ও ভোকেশনাল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। এদেরকে পরবর্তিতে চাকরির ব্যবস্থা করার জন্যও চেষ্টা করা হবে। উল্লেখ নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘ জেলার সদর, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় সিডস কর্মসূচি বাস্তবায়ন করছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন