মন্তব্য কলাম : জামালপুরের অবৈধ হাসপাতাল-ক্লিনিকগুলো বন্ধ করা জরুরি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

\ মোঃ রাশেদুর রহমান রাসেল \

অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, জামালপুর জেলাজুড়ে তো বটেই এমনকি খোদ জামালপুর শহরের আনাচে কানাচেও ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বাহারি নামের মানহীন ও নামসর্বস্ব হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। আর ব্যক্তিমালিকানাধীন ও বেসরকারি পর্যায়ে গড়ে ওঠা এসব লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে রোগীদের ঠকিয়ে মুনাফা লুটে নেওয়া। এ কারণে বিগত সময়ে রাজনৈতিক ছত্রছায়ায় দালালদের মাধ্যমে এরা সরকারি হাসপাতাল থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত রোগী ধরার সিন্ডিকেট গড়ে তুলেছে। বিভিন্ন অংকের মধ্যস্ততায় এসব দালালরা কাজ করে। এদের সংঘবদ্ধ সিন্ডিকেটের কারণে  রোগীরা যেমন প্রকৃত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে তেমনি তারা এদের ফাঁদে পড়ে প্রতিনিয়ত কষ্টার্জিত টাকা খোয়াচ্ছে, রোগী মৃত্যুর মতো ভয়াবহ ঘটনাও ঘটছে প্রায়শই।

এদিকে সাম্প্রতিককালে অনুষ্ঠিত এক আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে জামালপুরের সিভিল সার্জনের বক্তব্যে জানা গেছে, তাদের কাছে এসব লাইসেন্সবিহীন অবৈধ প্রতিষ্ঠানের নাম-ঠিকানা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সেগুলো বন্ধ করতে বাধা কোথায়? কেন এতদিনেও এগুলো বন্ধ করা হয়নি। এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশের পরও কি এগুলো বন্ধ করা সম্ভব হবে না?

জামালপুরের স্বাস্থ্য অধিদপ্তর অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের যে হিসাব দিয়েছে বাস্তবে তার সংখ্যা আরও বেশি। তারপরও সংখ্যাটা যাই হোক না কেন, অনুমোদন ছাড়া স্বাস্থ্যের একটি প্রতিষ্ঠানও চলতে পারে না। দ্রুত এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখানে রাজনৈতিক বা অর্থের যতই দাপট থাকুক না কেন এ ব্যাপারে কোন ছাড় দেওয়া উচিৎ নয়। আমরা আশা করবো জামালপুরের অবৈধ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টারগুলো বন্ধে জামালপুরের সিভিল সার্জনের নেতৃত্বে যৌথবাহিনীর মাধ্যমে কঠোর অভিযান পরিচালিত হবে।

লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

আমাদের ওয়েবসাইট কুকি ব্যবহার করে থাকে। Check Now
Ok, Go it!