নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার কেন্দুয়াতে অভিযান চালিয়ে ৬০০ পিস টেপেনটেডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৫ অক্টোবর শুক্রবার রাত ৯ টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঁচাসড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬০০পিস টেপেনটেডল ট্যাবলেট ও নগদ ৩ লাক্ষ ২৯ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কালাবহ সুইচগেট মোড় এলাকার মৃত শফিকুলের ছেলে মো. রাজু (৩০) ও কাঁচাসড়া গ্রামের আকন্দ বাড়ি এলাকার মৃত আব্দুল আওয়াল আকন্দের ছেলে অনিক রহমান (২৪)।
এ বিষয়ে গোয়েন্দা শাখার ওসি (ডিবি) সাকিব আহমেদ জানান, আমাদের বিশেষ অভিযানে ৬০০ পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের আইনী প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন