নিজস্ব প্রতিবেদক \
জামালপুর শহরে বিসিক শান্তি নগর মোড়ে নতুন বাইপাস রোডের নির্মাণাধীন অরক্ষিত একটি পাঁচতলা ভবনের নিচে পানির চৌবাচ্চা থেকে নৈশ্যপ্রহরী চান মিয়া (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহতের পরিবারের লোকজন জানান, নিহত চাঁন মিয়া সদর উপজেলার ০১নং কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী গহেরপাড়া গ্রামের মৃত: ছাবেদ আলীর ছেলে। সে জামালপুর শহরের নতুন বাইপাস সড়কের ব্যাবসায়ী মালিক সমিতির অধীনে কাজ নৈশপ্রহরীর কাজ করতো।
স্থানীয়রা জানান, ১১ অক্টোবর শুক্রবার ভোরে সবার অগোচরে নির্মাণাধীন মার্কেটের ভবনের পানি রাখার চৌবাচ্চা গর্তে পড়ে হয়তো মারা যায়। সকালে মনির নামে এক পথচারী ভবনের নিচে পানির ট্যাংকে উপর একটি হাত ভেসে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এই ঘটনা নিহত পরিবারের শোকের মাতম চলছে।
এ ব্যাপারের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা এনামুল হক খান মিলন জানান, সমিতির পক্ষ থেকে অরক্ষিত নির্মাণাধীন ভবন মালিকের নিকট নিহতের জন্য ক্ষতিপুরণ চাওয়া হবে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন