নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের দেওয়ানঞ্জ উপজেলার পাররামরাম পুর ইউনিয়নের উত্তর ভাত খাওয়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের প্রতিটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। জং ধরা ছাদের রডগুলো বের হয়ে আছে। অনেক স্থানে দেয়ালে ফাটল ধরেছে।বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেক স্থানে ছাদের পলেস্তারা খসে পড়েছে। মঙ্গল বার সকালে সরেজমিনের দেখা গেছে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান।
জানাগেছে, ১৯৮৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় বিদ্যালয়ে ৬ জন শিক্ষক ও ১৩৬ জন শিক্ষার্থী। প্রতিবছর শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে, ২০২৩ সালে ২৩ জন শিক্ষার্থী ভালো রেজাল্ট করে ৫ম শ্রেনী থেকে ৬ষ্ট শ্রেনীতে উত্তীর্ণ হয়েছে। পড়াশুনার মান উপন্নয়ন হলেও পরিবর্তন হয়নি বিদ্যালয়ের সমস্যা।
ছাদে দেখা দিয়েছে ফাটল। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়ছে, বেরিয়ে পড়েছে রড। এমন অবস্থায় অনেকটা ঝুঁকির মধ্যেই পাঠদান চলছে। এমন অবস্হা জরাজীর্ণ ভবনটি এখন শিক্ষক-শিক্ষার্থীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভবনটি ২০০০সালে তিন কক্ষ বিশিষ্ট ভবন নির্মান করা হয়। তিন কক্ষে সকালে প্রথম ও২য় শ্রেনীর ক্লাশ নেওয়ার পর দ্বিতীয় শিফটে
তয়,৪র্থও৫ম শ্রেনীর পাঠান দেওয়া হয়। ২০১৫_ ১৬ অর্থ বছরে পি ই ডি পি -৩ অর্থায়নে ২কক্ষ বিশিষ্ট ভবন নির্মান করা হয়। এ ভবনে এক কক্ষ অফিস রোম অপর কক্ষ প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয়। নেই বিদ্যালয়ের যাতায়াতের পাকাকরন রাস্তা বর্ষা মৌসুমে কাদা মাটি পেরিয়ে যেতে হয় বিদ্যালয়। জিঞ্জিরাম নদীর উপর ব্রিজ না থাকায় নৌকা দিয়ে পারাপার হয়ে যেতে হয় বিদ্যালয়। ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী শাকিব ইসলাম জানান, আমরা অনেক সমস্যায় ক্লাশ করছি। আমাদের যাতায়াতের রাস্তা পাকা না থাকায় কাদা মাটিদেয়ে আসতে হয়, আগে সরকারী ভাবে বিস্কুট পেতাম এখন টিফিনে না খেয়ে ক্লাশ করি।
৫ম শ্রেনীর শিক্ষার্থী লিপামনি জানান, ক্লাশের অবস্হা খারাপ, ফ্যান নেই, গরমে থাকতে হয়। একটি ভবন নির্মানের জন্য সরকারের কাছে দাবী জানাই।
প্রধান শিক্ষক আবুল হোসেন জানান, অজোয় পাড়া গ্রামে বিদ্যালয়টি নানা সমস্যার সম্মুখীন রয়েছে, ভবন জরাজীর্ণ, পাকা রাস্তা ও জিঞ্জিরাম নদীতে ব্রীজ না থাকায় শিক্ষার্থীদেরজীবনের ঝুকি নিয়ে নদী পারাপার হতে হয়।
এ ছাড়াবিদ্যালয় বাউন্ডারি না থাকায় বিদ্যালয় নিরাপত্তাহীন রয়েছে। বিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য সরকারের সু দৃষ্টি কামনা করছি।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন