২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৩

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


শেরপুর প্রতিনিধি ।।

শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৩ অক্টোবর বুধবার রাতে উপজেলা সদরের সিয়াম বাসকাউন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের কালুগাজির ছেলে মিষ্টার আলী (২৯), বাচ্চু মিয়ার ছেলে বাদল মিয়া (২০) ও চাঁন মিয়ার ছেলে আয়নাল হক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে মিস্টার আলী, বাদল ও আয়নাল ঢাকায় পাচারের উদ্দেশ্যে ব্যাগে মদের বোতল ভরে সিয়াম বাস কাউন্টারে টিকিট কাটতে যায়।ওইসময় ব্যাগের ওজন দেখে স্থানীয়দের সন্দেহ হলে মাদক পাচারকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ২৪ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ তাদের গ্রেফতার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও ঝিনাইগাতী থানার এসআই আবু রায়হান বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)