\ মোঃ রাশেদুর রহমান রাসেল \ |
ডেঙ্গু ও জিকা ভাইরাস নিয়ন্ত্রণে জামালপুর শহরব্যাপী মশা নিধন কার্যক্রম পরিচালনা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। কেননা এবছর দেশে ‘ডেন-টু’ জনিত ডেঙ্গুর সংক্রমণ বেশি হলেও ‘ডেন-থ্রি’ ও ‘ফোর’ এই ২ সেরোটাইপেও সংক্রমণ চলছে। ঢাকাসহ সারাদেশে ‘জিকা ভাইরাস’ শনাক্ত হওয়ায় মশাবাহিত ‘ডেঙ্গু’ ও ‘জিকা’ জনিত রোগের জটিলতা ও প্রকোপ নিয়ে উদ্বেগ বাড়ছে। আইইডিসিআর বলছে, ডেঙ্গু’ ও ‘জিকা ভাইরাস’ জনিত সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী সার্বিক উদ্যোগে মশা নিধন জরুরী। রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহ্মিনা শিরীন জানিয়েছেন, ‘ডেন-টু’ জনিত ডেঙ্গু ছাড়াও বাকী দুটি সেরোটাইপে ডেঙ্গুর সংক্রমণ হলে পরিস্থিতি জটিল হতে পারে। ঢাকায় মশাবাহিত আরেকটি রোগ ‘জিকা ভাইরাসে’ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা রয়েছে। আইইডিসিআর জানিয়েছে, চলতি মৌসুমের সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০ জনের। গত বছর সেপ্টেম্বরে মাত্র এক মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩’শ ৯৬ জনের মৃত্যু হয়। গত বছর ডেঙ্গুর উর্ধ্বমুখী প্রকোপের কারণ ছিল ‘ডেন-টু’ জনিত সংক্রমণ। মশাবাহী মরণরোগ বিস্তারের আগেই আমরা জামালপুর শহরবাসী মশার প্রকোপ কমাতে অত্যন্ত গুরুত্বসহকারে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবী জানাই। আমরা আশা করবো জামালপুর পৌর প্রশাসক এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন