মন্তব্য কলাম : টিউবওয়েলপাড় মোড়ে স্পিড ব্রেকার নির্মাণ করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

\ মোঃ রাশেদুর রহমান রাসেল \

জামালপুর শহরের টিউবওয়েলপাড় মোড়ে স্বল্প সময়ের ব্যবধানে তিনটি সিরিয়ালস্পিড ব্রেকার নির্মাণ করায় সংশ্লিষ্ট সকলকে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকা পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই।

কেননা বলার অপেক্ষা রাখে না, জামালপুর শহরের অন্যতম জনগুরুত্বপূর্ণ ব্যস্ততম মোড় হলো টিউবওয়েলপাড় মোড়। রাস্তা প্রশস্তকরণের পরে ইদানিং এই মোড় এক দূর্ঘটনাপ্রবণ মোড়ে পরিণত হয়েছে। এই মোড়টি মূলত একটি তিন রাস্তার মোড়। এই মোড়ের উত্তরাংশ চলে গেছে জামালপুর শহরে, দক্ষিণাংশ চলে গেছে টাঙ্গাইল আর পশ্চিমাংশ চলে গেছে সরিষাবাড়ি উপজেলার দিকে। সঙ্গত কারণেই এখানে লোকসমাগম ও যানবাহনের সংখ্যাও বিস্তর। যানবাহনের সংখ্যা বেশি থাকাটা অসুবিধা নয়, ভয়ের কারণ যানবাহন চালকদের বেপরোয়া গাড়ি চালানো। এখানে পল্লীবিদ্যুতের অফিসসহ ফটোকপির দোকান, ওষুধের দোকান, খাবার হোটেল, ফার্ণিচারের দোকান, মোটরসাইকেল মেরামতের গ্যারেজ, কৃষিযন্ত্রাংশের দোকান, ইলেকট্রিক দোকান—সবই রাস্তার আশে পাশে। রাস্তার এপাশ থেকে ওপাশে লোকজনের যাওয়া-আসা লেগেই থাকে। অথচ নেই একটি ফুট ওভারব্রিজ? এই রাস্তা পারাপারে চালকদের বেপরোয়া গতির প্রতিযোগিতায় ভোগান্তিতে পড়তে হতো পথচারীসহ এলাকাবাসীকে। মৃত্যু আর পঙ্গুত্বের অভিশাপগ্রস্ত এই মোড় হয়ে উঠেছিল এক মহা আতঙ্কের নাম। তাই এখানে অন্তত তিনটি স্পিড ব্রেকার নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। এনিয়ে আমরাসহ এলাকাবাসীর জোড়ালো দাবীর প্রেক্ষিতে স্পীড ব্রেকার নির্মাণ করায় আমরা সন্তোষ প্রকাশ করছি।

লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)