মাদারগঞ্জ প্রতিনিধি \
জামালপুরের মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জামালপুর জেলা পুলিশ সুপার (পিপিএম-সেবা) সৈয়দ রফিকুল ইসলাম। শুক্রবার রাতে পুলিশ সুপার বালিজুড়ী বাজার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ঠাকুরবাড়ি মন্দিরসহ বেশকয়েকটি মন্ডপ পরিদর্শন করেন। তিনি পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সাথে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পূজা চলাকালীন সম্প্রদারিক সম্প্রীতির বন্ধনে যাতে অটল থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান সহ সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান। এসময় বালিজুড়ী বাজারে ঠাকুরবাড়ি মন্দিরে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম) সোহেল মাহমুদ, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, মডেল থানার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও গুনারীতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার সাহা প্রমুখ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন