ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশোমন দিবস পালিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ইসলামপুর প্রতিনিধি ।।

'আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জামালপুরে ইসলামপুরে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশোমন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের  আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি)সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ইসলামপুর থানা (তদন্ত) কর্মকর্তা মনিরুল, ফায়ার সার্ভিস কর্মকর্তা মাজহারুল,গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা,কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ,সাধারণ সম্পাদক হাফিজ লিটন,সদস‍্য ইয়ামিন মিয়া  উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার সুলেখা প্রমুখ।

নির্বাহী কর্মকর্তা বক্তব্যে বলেন,যে কোনো দুর্যোগে যথাযথ পূর্বাভাস,প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস করে জনগণের জানমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)