\ মোঃ রাশেদুর রহমান রাসেল \ |
জামালপুর শহরের প্রাণকেন্দ্র রাণীগঞ্জ বাজার এলাকার দক্ষিণাংশে দয়াময়ী রোড সংলগ্ন ক্রাইমজোন খ্যাত রাণীগঞ্জ পতিতাপল্লীর উচ্ছেদ বর্তমান সময়ের অন্যতম দাবী। এখানে দেহব্যবসা, সারাদেশ থেকে পাচার হয়ে আসা নারীদের দেহব্যবসায় বাধ্য করা, গাজা ও মদের অভয়ারণ্য, ইয়াবা সেবন ও জুয়ার আশ্রয়স্থল থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যে সংঘটিত হয় না। এছাড়াও অপ্রাপ্তবয়স্ক কিশোর, তরুণরা এখানে এসে তাদের চরিত্র যেমন খোয়াচ্ছে তেমনি যৌনবাহিত রোগের বাহক হচ্ছে, এখানে হাত বাড়ালেই মিলছে গাঁজা ও মদ। তাই জামালপুর শহরের জন্য এটা কলঙ্কই শুধু নয়। বরং আইনশৃঙ্খলার জন্যও মারাত্মক হুমকি। শহরের স্কুল পড়ুয়া মেয়েদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবও ফেলছে এই পতিতাপল্লী। সমাজের ওপর নেতিবাচক প্রভাব এবং প্রচলিত আইনের প্রতি চরম হুমকি সৃষ্টিকারী পতিতাপল্লীটি উচ্ছেদ করার মধ্য দিয়ে জামালপুরকে কলঙ্ক ও অপরাধমুক্ত করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ জরুরি। পাশাপাশি সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে পতিতাদের প্রশিক্ষণ ও ঋণদানের মাধ্যমে পুনর্বাসন করার পদক্ষেপ গ্রহণও বিশেষ প্রয়োজন।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন