।। মোঃ রাশেদুর রহমান রাসেল ।। |
না বললেই নয়, দিনের পর দিন আমাদের প্রিয় জামালপুর শহর অপরিচ্ছন্ন এক নোংরা শহরে পরিণত হচ্ছে।
অথচ সকলে নিজ দায়িত্বে বাড়ির সামনের অংশ প্রতিদিন পরিস্কার করলে এলাকা সুন্দর থাকবে। এলাকার সবাইকে যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার ফলে বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এলাকার সৌন্দর্য্যহানিও ঘটছে। পরিষ্কার-পরিচ্ছন্ন একটি এলাকা ও এলাকাবাসীর মর্যাদা বৃদ্ধি করে। এ কারণে জামালপুর জেলা প্রশাসন ও জামালপুর পৌরসভার যৌথ আয়োজনে জামালপুর পৌর এলাকায় ময়লা-আবর্জনা পরিস্কার করার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করা একান্ত আবশ্যক।
কর্মসূচি থেকে বাড়িওয়ালাদের প্রতি আহবান জানিয়ে মাইকিং করে বলা যেতে পারে, আপনার বাড়ির গেইটের সামনের অংশ নিজ দায়িত্বে পরিষ্কার রাখুন, বাড়ির প্রতিদিনের ময়লা-আবর্জনা প্যাকেট করে ময়লার ভ্যানে ফেলুন, বাড়ির জানালা দিয়ে ময়লা ফেলবেন না, ভাড়াটিয়াদের ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা থেকে বিরত রাখুন, আপনার সন্তানকে শৈশব থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে অভ্যস্ত করুন।
এছাড়া স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানিয়ে বলা যেতে পারে, স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, স্কুলের মধ্যে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে, রাস্তায় চলাচলের সময় যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলতে অন্যকে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত রাখার জন্য উৎসাহিত করতে এবং দোকানদারদের প্রতি আহবান জানিয়ে বলা যেতে পারে, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে এলাকার পরিবেশ নষ্ট করবেন না, আপনার দোকানের সামনে একটি ঝুড়ি বা ময়লা ফেলার পাত্র রাখুন, ক্রেতাদের ময়লার পাত্রে ময়লা ফেলতে উৎসাহিত করুন, প্রতিদিনের ময়লা স্থানীয় ময়লার ভ্যানে ফেলুন, রাতে দোকান বন্ধের পূর্বে নিজ দোকানের সামনে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দোকান বন্ধ করুন, জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে ড্রেন ও সুয়ারেজ লাইনে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।
পৌর প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলা যেতে পারে, নাগরিকগণ কতৃক সৃষ্ট আবর্জনা ও দূষণ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করুণ, পৌরসভা কর্তৃক নিয়মিতভাবে ভোর হওয়ার পূর্বে ময়লা অপসারণ ও ঝাড়ুর ব্যবস্থা করা, যত্রতত্রত ময়লা-আর্বজনা, থুথু, পানের পিক, খাবারের প্যাকেট, বোতল, প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলা বন্ধে পুলিশের মাধ্যমে জরিমানা আদায়ের ব্যবস্থা করা যেতে পারে। জামালপুর শহর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। এজন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে কি না নিয়মিত তদারকি এবং ব্যবহারকারীদের জন্য ময়লার পাত্র সরবরাহ করতে হবে পৌর কর্তৃপক্ষকে। আমরা আমাদের শহর এলাকাকে একটি আদর্শ পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধে এটা আমাদের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনায় নেওয়া জরুরি।
লেখক: সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন