নিজস্ব প্রতিবেদক :
জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খন্দকার মোস্তাফিজুর রহমান আরমানের নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন করতে জামালপুর জেলার শ্রী শ্রী দয়াময়ী মন্দিরের পূজা মন্ডপ সরেজমিন পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়।
এ উপলক্ষে শুক্রবার জামালপুর জেলা শহরের জিরো পয়েন্টে অবস্থিত শ্রী শ্রী রী দয়াময়ী মন্দিরের পূজা মন্ডপ সরেজমিন পরিদর্শনকালে তিনি পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদানসহ যথাসময়ে পূজা বিসর্জনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সমাপ্তির আহ্বানসহ পূজা মন্ডপটি শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিদর্শনকালে কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দে রিপন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাসান সরোয়ার মঞ্জু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন সিদ্দিকী, জিয়া ফোর্সের আহবায়ক শুভ পাঠানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন