শেরপুর প্রতিনিধি ।।
বর্তমানে ভাটিতে পানি নেমে আসায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্থ যোগানিয়া ও কলসপাড় ইউনিয়নে শেরপুর জেলা সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করেন শেরপুর জেলা সমিতি নামক একটি মানবিক সংগঠন।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন শেরপুর জেলা সমিতির সভাপতি প্রফেসর মোঃ শফিউদ্দিন, যুগ্ম মহাসচিব ইন্জিনিয়ার কায়কোবাদ, প্রেস সচিব আল মাসুূদ নয়ন, প্রচার সচিব মোঃ আজিজুল হকসহ অন্যান্যরা। ডাঙায় ও নৌকাযোগে বানবাসী মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণ বিতরণ করা হয়।
সরজমিনে দেখা গেছে, ভয়াবহ বন্যায় নালিতাবাড়ী উপজেলার দুর্গত এলাকার পানিবন্দি এসব পরিবারের সদস্যরা রয়েছেন মহা বিপদে। চারদিকে পানি আর পানি। নৌকা ছাড়া তাদের কাছে পৌঁছার কোনো সুযোগ নেই। তাই ত্রাণ বিতরণকারী নৌকা দেখলেই তারা ডাকাডাকি শুরু করেন। ভীড় জমান বাড়ীর পার্শ্বে। দিনব্যাপি বানভাসীদের মাঝে মানবিক এই সংগঠনটি ত্রাণ পৌঁছে দেয়ায় ধন্যবাদ জানান দুর্ভোগে থাকা এলাকাবাসী। সচেতন মহল বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য স্থানীয় ও দেশের বিত্তশালীদের প্রতি আহবান জানিয়েছেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন