নিজস্ব প্রতিবেদক :
জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের পদত্যাগের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ কর্তৃৃক আয়োজিত মানববন্ধনে প্রধান শিক্ষকের নানারকম দুর্নীতি, এবং অপকর্ম তুলে ধরা হয়। তাদের দাবি প্রধান শিক্ষক হারুনুর রশিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, নানা রকম দুর্নীতি, এবং অন্যায়ভাবে ছয়জন শিক্ষককে বহিষ্কারের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও সে এখনও বহালেই রয়েছেন। তাছাড়া তার নামে টিনচুরিসহ কয়েকটি মামলাও চলমান রয়ছে।
ছাত্রছাত্রীরা আরো বলেন, প্রধান শিক্ষক হারুনুর রশিদ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম করে এসেেছেন। ছাত্র-ছাত্রী আরো অভিযোগ করেন, প্রধান শিক্ষক হারুনুর রশিদ ঠিকমতো বাংলাও রিডিং পড়তে পারে না।
যে কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়াও ঠিকমতো হয় না। তাই প্রধান শিক্ষক হারুনুর রশিদের পদত্যাগের জন্য মানববন্ধনের মাধ্যমে প্রতিকার আশা করছেন।
মানববন্ধন শেষে ছাত্র-ছাত্রীরা জামালপুরের জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার মেলান্দহ বরাবরে স্মারক লিপি প্রদান করেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন