বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম
নিজস্ব প্রতিবেক ।।
কর্ম এলাকার কৃষকদের উৎপাদিত পণ্য যথাযথ প্রক্রিয়ায় বাজারজাতকরণ, ন্যায্যমূল্য প্রাপ্তি, সার, বীজসহ কৃষি উপকরণ প্রাপ্তির ক্ষেত্রে সহজ লভ্যতা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষে জামালপুরে গত বৃহস্পতিবার অন্তর্ভূক্তিমূলক বাজার ব্যবস্থার উন্নয়ন বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রশিক্ষণে সহায়কের ভূমিকা পালন করেন ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্পের ভ্যেলুচেইন বিশেষজ্ঞ কৃষিবিদ খন্দকার রুহুল আমিন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসিম চ্যাটার্জি, নিউট্রিশন কর্মকর্তা সিমসাং ফ্রিং চাম্বুগং প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের কৃষি কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র সাহা। প্রশিক্ষণে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের ৩৬ জন প্রতিনিধি অংশ নেন।
প্রশিক্ষণে অন্তর্ভুক্তিমূলক বাজার ব্যবস্থার উন্নয়নের কৌশল, ধারণা, বাজার ব্যবস্থা ও বাজারে প্রবেশাধীকার, নেটওয়ার্কিং, ঝুঁকি নিরসনের উপায়, বিভিন্ন মার্কেট এ্যাক্টদের ভূমিকা, সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সেবা গ্রহীতাদের নিবিড় সম্পর্ক উন্নয়ন, মানসম্মত সার, বীজসহ কৃষি উপকরণ প্রাপ্তি ও ব্যবহারের আধুনিক কৌশল জানা সর্বোপরি নারী কৃষকদের বাজার ব্যবস্থার সাথে সম্পৃক্তকরণের মাধ্যমে কৃষি উৎপাদন ও আয় বৃদ্ধি করা এবং তাদের ক্ষমতায়নে ভূমিকা বিষয়ে সার্বিক আলোচনা করা করা হয়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন