\ মোঃ রাশেদুর রহমান রাসেল \ |
অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, জামালপুর শহরের প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় এবং জনবহুল মোড়ে মোড়ে কর্মহীন হয়ে একশ্রেণির উঠতি বয়েসী বখাটের দল দলবেঁধে বসে আড্ডা দেওয়া, স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে থেকে স্কুল কলেজের ছাত্রীদের উত্যক্ত করা, স্কুল-কলেজ চলাকালীন সময়ে ক্লাসে না গিয়ে বাইরের হোটেল-রেস্তোরায় অপ্রাপ্ত বয়সী ছাত্রীদের মেয়ে বান্ধবী হিসেবে সাথে করে নিয়ে আপত্তিকর আড্ডা দেয়া, বিভিন্ন নির্জন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন কার থাকে। আর এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোন প্রকার আইনগত ব্যাবস্থা না নেওয়ায় বখাটেদের উপদ্রব দিনের পর দিন বেড়েই চলেছে। একারণে জামালপুর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেমন চরম অবনতি ঘটছে। তেমনি কিশোর গ্যাং তৈরি হওয়ার মধ্য দিয়ে জনজীবনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। হরহামেশাই ঘটছে নানাবিধ অপরাধ। অভিভাবক মহল মনে করে জননিরাপত্তা ব্যাহত হওয়া রোধ কল্পে এই বখাটেপনা প্রতিরোধের কোন বিকল্প নেই। তাই আমরাও আশা করবো জামালপুরের সকল প্রশাসন বিষয়টিকে যথাযথভাবে নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিবে এবং এবিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করে জামালপুরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিবে।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন