\ মোঃ রাশেদুর রহমান রাসেল \ |
বলা বাহুল্য, এখন কুকুরের প্রজনন মৌসুম। সেকারণে সারা দেশের ন্যায় জামালপুর শহরেও বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থীরা কুকুরের অবাধ বিচরণে স্কুলে যেতে রীতিমতো ভয় পাচ্ছে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, পথচারী ও সাধারণ জনগণ রাস্তা দিয়ে চলার সময় কুকুরের আতঙ্কে তটস্থ থাকে। তাছাড়া জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি এসব কুকুরের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না কোন শ্রেণী-পেশার মানুষ।
অত্যন্ত উদ্বেগের সাথে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, জামালপুর পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায়, অলিতে-গলিতে দলবেধে ঘুরে বেড়ানো এসব কুকুরগুলো কিন্তু কারও পালিত নয়। এসব কুকুরের দল সারাদিন রাস্তায়, ফুটপাতে, বাজারে ঘুরাফেরা করে বলে এগুলোকে বেওয়ারিশ কুকুর বলে। জনস্বার্থে বেওয়ারিশ এসব কুকুরকে জলাতঙ্ক রোধক প্রতিষেধক টিকা দেওয়া জরুরি। এছাড়া বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জোর দাবী জানাই। যাতে করে কোন মানুষ যেন এসব বেওয়ারিশ কুকুরের দ্বারা আক্রান্ত না হয়। আমরা আশা করবো জামালপুর পৌরসভার প্রশাসক মহোদয় এ বিষয়ে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন