আনন্দ প্রকাশের ভাষা নেই আমার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
6

\ মোঃ রাশেদুর রহমান রাসেল \ 

জামালপুর থেকে নিয়মিত প্রকাশিত প্রচারশীর্ষ ও পাঠকনন্দিত দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাটি সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত হওয়ায় আমি এর সম্পাদক ও প্রকাশক হিসেবে সত্যিই আজ আনন্দ প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। মহান রাব্বুল আলামিনের দরবারে লক্ষ-কোটি শুকরিয়া আদায় করছি-আলহামদুলিল্লাহ। শুধু কৃতজ্ঞতায় সংশ্লিষ্ট সকলের প্রতি সম্মানে মাথা নূয়ে আসছে আমার। আমার সাথে এই দীর্ঘসময়ে যারা অবিরতধারায় আমাকে তথ্য, বিজ্ঞাপণ, পরামর্শ, সাহস ও ধৈর্য্য যুগিয়েছেন তাদের সকলের প্রতি আমার স্বশ্রদ্ধ ছালাম ও সাধুবাদ জানাই। বলা বাহুল্য আমার পিতা-মাতা, প্রয়াত এডভোকেট শামসুল হক মামা, ছেলেরা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, ইউনিয়নবাসী, সদর থানাবাসী, জেলাবাসীসহ জেলার বাইরে বিভাগীয় পর্যায়ের অনেক গুণী মানুষ, সাধারণ জনতা, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক ভাইয়েরা আর হকার ভাইয়েরাসহ সবাই যে যার অবস্থান থেকে তাদের সর্বোচ্চটা দিয়ে আমার এই সুদীর্ঘ পথচলায় যে সহযোগিতা করেছেন তা শুধু প্রশংসারই দাবী রাখেনা রীতিমতো বিরল দৃষ্টান্ত স্থাপন করে আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমি তাদের এই ঋণ আমি কখনও শোধ করতে পারবো না। বিশেষ করে, জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের মৌহাডাঙ্গা এলাকার কৃতিসন্তান ডিআইজি হারুনর রশিদ সম্রাট, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলনসহ আরও যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে আমাকে অব্যাহতভাবে সহযোগিতা করে গেছেন আমি সকলের প্রতি অকুন্ঠ শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া ও তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করছি। আমার পত্রিকার এই অর্জন আমার শক্তি-সাহস পত্রিকার পাঠক সমাজসহ সংশ্লিষ্ট সকলের তরে উৎসর্গ করে আবারও আপনাদের অব্যাহত সহযোগিতা ও দোয়া কামনা করছি।


একটি মন্তব্য পোস্ট করুন

6মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

  1. দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাটি আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ সম্পাদক মহোদয়ের জন্য শুভ কামনা দোয়া করি আল্লাহ আমাদের সম্পাদক মহাদেকে সুস্থ রাখুন।

    উত্তরমুছুন
  2. স্থানীয় পত্রিকার মধ্যে বেশ জনপ্রিয় এখন এই পত্রিকাটি। দীর্ঘদিন যাবত রাসেল ভাই সহ সকলের প্রচেষ্টায় আজ ভালো অবস্থানে আছে। ইনশাআল্লাহ সামনে আরও অনেক দূর যাবে।।শুভ কামনা দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার জন্য।

    উত্তরমুছুন
  3. জামালপুরের সর্বোচ্চ সংখ্যায় প্রকাশিত প্রকৃত দৈনিক পত্রিকা মাত্র একটিই। তাই
    দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন সপ্তাহের সাতদিন হাতে পেতে আজই আপনার হকারকে বলুন।

    উত্তরমুছুন
  4. প্রিয় সম্পাদক রাসেলের অনেক কষ্টের পত্রিকাটি হাতে পেলেই সময় নিয়ে পড়ি। নিউজের মান ও ট্রিটমেন্ট আমার কাছে ভালো লাগে। পত্রিকাটি নিয়মিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

    উত্তরমুছুন
  5. শুভকামনা রইল। পত্রিকার সফলতা কামনা করছি।

    উত্তরমুছুন
  6. আলহামদুলিল্লাহ। এখন মনে হয় দৈনিক ১০ হাজার কপি ছাপলেও আমাদের পত্রিকা কম পরবে। সব পাঠকের ভালোবাসা ❤️

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

আমাদের ওয়েবসাইট কুকি ব্যবহার করে থাকে। Check Now
Ok, Go it!