শেরপুর প্রতিনিধি ।।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় মুসল্লীরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যান্যের মাঝে হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি মুফতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক হাফেজ সাব্বির রহমান উসমানী, মধ্য বাজার জামে মসজিদের ইমাম মুফতি উসমান গণি,শাহী জামে মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ আলী নাজিরপুরী, মধ্য বাজার রাহমানিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ ইসমাইল হোসেন, নূর মসজিদের ইমাম মাওলানা আরিফুর রহমান, মানব কল্যাণ সংস্থা ইনসাফ চেয়ারম্যান হাবীবুল্লাহ পাহাড়িসহ কয়েক শতাধিক তওহিদী জনতা উপস্থিত ছিলেন।
এর আগে জুমার নামাজ আদায় শেষে মাওলানা মাহদী হাসান সিদ্দিকী ও হিলফুল ফুজুল সংগঠনের পৃথক দুটি বিক্ষোভ মিছিল শহরে প্রবেশ করে। পরে মিছিল দুটি একত্রে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

%20%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%20%E0%A6%95%E0%A6%9F%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD%20%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2.jpeg)
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন