শুরুতেই বিজ্ঞাপন তালিকায় দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকা ২য় অবস্থানে

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মোঃ শাহাবুল আকন্দ

জামালপুর থেকে নিয়মিত প্রকাশিত প্রচারশীর্ষ ও পাঠকনন্দিত দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাটি সরকারি মিডিয়া(ডিএফপি) তালিকাভুক্ত হয়েছে শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। বলা বাহুল্য সরকারি মিডিয়া(ডিএফপি) তালিকায় সরকারি বিজ্ঞাপনে প্রতি কলাম ইঞ্চি ৩শ ২০টাকা হার নির্ধারিত হয়েছে। আরও আনন্দিত হয়েছি এই পত্রিকাটি বিজ্ঞাপন তালিকায় শুরুতেই ২য় অবস্থানে আসায় আমার মনে যথেষ্ট আশার সঞ্চার হয়েছে। মনে হয়েছে পত্রিকাটি ভবিষ্যতে জামালপুরের প্রথম অবস্থানে পৌঁছে যাবে অচীরেই। সে লক্ষ্যে পত্রিকা সংশ্লিষ্ট সকলকে আবারও ত্যাগ ও সাধনায় আত্মনিয়োগ করতে হবে। আমি এই শুভদিনে পত্রিকার সম্পাদক ও প্রকাশক স্নেহের ছোটভাই মোঃ রাশেদুর রহমান রাসেলের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করছি। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় আরও এগিয়ে যাক আমাদের সকলের প্রিয় দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাটি।

লেখক ঃ চীফ ফটোগ্রাফার, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)