মন্তব্য কলাম : তথ্য মন্ত্রণালয়ের যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানাই

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

\ মোঃ রাশেদুর রহমান রাসেল \

অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, জাতীয়ভাবে পরিবর্তিত প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার ও শুদ্ধাচারের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদপত্র শিল্পের বিদ্যমান সমস্যা সমাধান এবং এক্ষেত্রে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর ভূমিকা আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে গত সোমবার বিকালে ডিএফপির তথ্য ভবন সম্মেলন কক্ষে সারা দেশের সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন ডিএফপির ইতিহাসে এক অভূতপূর্ব নজীর। শুধু তাই নয় রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে বৈষম্যবিরোধী চেতনায় একটি স্বাধীন তথ্য কমিশন গঠনের যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের অতীব গুরুত্বপূর্ণ ও বহুল প্রত্যাশিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। বিশেষভাবে আন্তরিক সাধুবাদ জানাই এই পরিবর্তনের নেপথ্যবীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম মহোদয়কে। আরও সাধুবাদ জানাই, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়কে, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন মহোদয়কে, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিজ্ঞাপন ও নিরীক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম মহোদয়কে এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের চলচ্চিত্র বিভাগের উপ-পরিচালক মারুফা রহমান ঈমা মহোদয়, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীরসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সকল দায়িত্ববান ব্যক্তিবর্গকে। কৃতজ্ঞতা জানাই, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুন, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, নওরোজ সম্পাদক শামসুল হক দূররানী, দৈনিক আমাদের বাংলার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, নয়া দিগন্তের সালাউদ্দিন বাবর, ইনকিলাবের নির্বাহী সম্পাদক ফাহিমা বাহাউদ্দিন, ইত্তেফাকের বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, সাংবাদিক শাহনেওয়াজ করিম, মফিজুর রহমান বাবুভাই সহ যারা এই মহতি আয়োজনে কষ্ট করে উপস্থিত থেকে অত্যন্ত সুচিন্তিত ও জ্ঞানগর্ভ মতামত প্রকাশ করে প্রিন্ট মিডিয়ার জন্য হুমকিস্বরূপ নানা বিষয়কে তুলে ধরেছেন তাদের। আমার সবচাইতে ভালো লেগেছে সারাদেশের অগণিত কলম সিপাহসালারদের একই ছাদের নিচে পেয়ে। তাদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সাফল্যমন্ডিত করেছে। তাদের এ ঋণ কলমসৈনিকরা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই দিনটি। পরিশেষে এই আয়োজনে সংশিষ্ট সকলকে জামালপুর থেকে একমাত্র নিয়মিত প্রকাশিত দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকা পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)