মন্তব্য কলাম : জামালপুর পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা জরুরি

মোঃ সাইদুর রহমান সাদী
0

মোঃ রাশেদুর রহমান রাসেল

অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, গত কিছুদিন ধরে বর্তমান পরিবর্তিত পরিস্থিতির কারণে আইনের প্রয়োগ শুণ্যতাকে পুঁজি করে একটি অনৈতিক সুবিধাভোগী চক্র জামালপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে বিশেষ করে ফুটপাত, রাস্তার পাশের খালি জায়গা, হাসপাতার ও জজকোর্টের সামনে নদীর পাড়ে, গেটপাড় দুই রেল লাইনের আশেপাশে, ব্রহ্মপূত্র ব্রীজের নীচে, বুড়ির দোকানের সামনে, পাঁচ রাস্তার মোড়, বাইপাস মোড়সহ বলতে গেলে প্রায় পুরো শহরে অবৈধ স্থাপনা গড়ে তুলছে। আর এটা প্রায় খুব ধুমধামের সাথে অনেকটা ঢাকঢোল পিটিয়েই করা হচ্ছে। এভাবে প্রকাশ্য দিবালোকে সরকারি জায়গা বেহাত হলেও যেন দেখার নেই কেউ। একারণে একদিকে যেমন পৌর শহরের শ্রী হানি ঘটছে। অপরদিকে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ঘটছে পেশীশক্তির আধিপত্য বিস্তার। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ব্যানার ফেষ্টুনসহ তোরণগুলোও একটি পরিকল্পিত শহরের জন্য জঞ্জালে পরিণত হয়েছে। যা অনতিবিলম্বে উচ্ছেদ করার জন্য একটি অভিযান পরিচালনা জরুরি বলে আমরা মনে করি। আমরা আশা করবো কর্তৃপক্ষ অচীরে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)